• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

বাংলার সাংসদের চা চক্রে ডাকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাংলার সাংসদদের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানালেন দ্রৌপদী মুর্মু। চা চক্রে অংশ নেওয়ার জন্য রাজ্যের ৪১ জন সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বাংলার সাংসদদের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানালেন দ্রৌপদী মুর্মু। শুক্রবার সকালে চা চক্রে অংশ নেওয়ার জন্য রাজ্যের ৪১ জন সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, বাংলায় মোট লোকসভা আসনের সংখ্যা ৪২। ২০২৪ সালে সবকটি আসনেই নির্বাচন হয়েছিল। তবে বসিহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম কয়েক মাস আগে প্রয়াত হয়েছেন। সেই কারণে এখন বাংলার সাংসদ সংখ্যা ৪১।

রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন সময়ে নানা রাজ্যের সাংসদরা আমন্ত্রিত হয়ে থাকেন। সাধারণত প্রভাতী বা সান্ধ্য চা চক্রে তাঁদের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী শুক্রবার সকাল ৯টায় রাইসিনা হিলসে চা চক্র আয়োজিত হবে। সূত্রের খবর, তৃণমূলের ২৮ জন, বিজেপির ১২ জন এবং কংগ্রেসের এক জন সাংসদ চা চক্রে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এখনও পর্যন্ত এই আমন্ত্রণ নিয়ে কোনও দলের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

সূত্রের দাবি, রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার সকালে রাজ্যের সাংসদরা রাইসিনা হিলসে যাবেন। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বাংলার সাংসদরা নিমন্ত্রণ পেলেন রাইসিনা হিলসে। গত মাসেই ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলে সই করার আবেদন জানিয়ে তৃণমূল সাংসদরা দেখা করেছিলেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। ১০ জনের প্রতিনিধি দল গিয়েছিল রাইসিনা হিলসে। এবার অবশ্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানালেন সাংসদদের।