• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

মহাকুম্ভে রাষ্ট্রপতি, সঙ্গমে ডুব দ্রৌপদী মুর্মুর

রবিবারই উত্তর প্রদেশে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর সোমবার সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন তিনি।

মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে প্রধানমন্ত্রী মোদীও সঙ্গমে ডুব দিয়েছিলেন। সোমবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল। রাষ্ট্রপতির পুণ্যস্নানের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবারই উত্তর প্রদেশে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর সোমবার সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন তিনি। সেই উপলক্ষে গোটা এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তারক্ষীতে। ভেসেলে চড়ে রাষ্ট্রপতি যান ত্রিবেণী সঙ্গমের নির্ধারিত ঘাটে। গঙ্গায় পরিযায়ী পাখিদের খাবারও দেন তিনি। পুণ্যস্নানের পর বড় হনুমান মন্দিরে পুজো দেন দ্রৌপদী মুর্মু।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ সরকার এবং প্রশাসনের একাধিক উচ্চপদস্থ ব্যক্তি কুম্ভস্নান সেরেছেন। রাষ্ট্রপতির পাশাপাশি সোমবার মহাকুম্ভে স্নান করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।

সোমবার আট ঘণ্টারও বেশি সময় প্রয়াগরাজে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অক্ষয়বট, ডিজিটাল কুম্ভ অনুভব সেন্টারও পরিদর্শন করবেন তিনি। এখানে আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। পৌনে ৬টা নাগাদ তিনি প্রয়াগরাজ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।