বাজেট অধিবেশনের আগে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদী সরকারের গুণগান করতে দেখা গেলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। শুক্রবার নিজের ৫৯ মিনিটের ভাষণে রাষ্ট্রপতি মূলত গত ১০ বছরে মোদী সরকার দেশের উন্নতিতে যে সমস্ত পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেগুলি কীভাবে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে তাই জানালেন। এদিন তিনি বলেন, বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুণ গতিতে কাজ করছে।
দ্রৌপদী মুর্মুর বক্তব্য, এই সরকারের আমলে মহিলা, যুবসমাজ এবং কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুতগতিতে এগোচ্ছে দেশ। রাষ্ট্রপতির দাবি, মোদী সরকারের আমলে দেশের গরিবরা সম্মান পেয়েছেন। কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়নেও বাড়তি নজর দিচ্ছে। দ্রৌপদী মুর্মু বলেন, ‘১৪০ কোটি দেশবাসীর সেবা করাটাই আমার সরকারের প্রথম উদ্দেশ্য। বিকশিত ভারত গঠনই আমাদের লক্ষ্য।’
Advertisement
৩৭০ ধারা থেকে শুরু করে মহাকুম্ভ, সাম্প্রতিক সময়ের প্রায় সব ইস্যুতেই মোদী সরকারের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। এদিন তিনি বলেন, এই সরকারের আমলে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ হয়েছে, ৩৭০ ধারা বাতিলে উন্নয়নে গতি এসেছে। বিকশিত ভারত গড়াই এই সরকারের সংকল্প। আয়ুষ্মান ভারতের অধীনে আজ ৭০ বছরের বেশি বয়সিরাও সুবিধা পাচ্ছেন। এই সরকারের আমলেই অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে। মুদ্রা লোন ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। ৩ কোটি নতুন বাড়ি তৈরির লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে দেশ। শেষে মুর্মু বলেন এই সরকারের আমলে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন পথ দেখাচ্ছে।
Advertisement
Advertisement



