বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগের দিনেই জোরদার প্রস্তুতি চলছে বিভিন্ন আসনে। পাটনার একাধিক ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী গ্রহণ করলেন বিভিন্ন দলের পোলিং এজেন্টরা। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিটি বুথে ইভিএম সহ অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা, নথি যাচাই এবং নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন কর্তারা।
আগামীকাল বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাহিনী মোতায়েন, রুট মার্চ, সংবেদনশীল বুথে অতিরিক্ত নজরদারি— সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে। পোলিং কর্মী ও নিরাপত্তারক্ষীরা এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে পৌঁছে নিজেদের দায়িত্ব গ্রহণ করেছেন।
Advertisement
প্রথম দফার ভোটকে কেন্দ্র করে উৎসাহ চোখে পড়ছে সাধারণ ভোটারদের মধ্যেও। কমিশন আশা করছে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণের মাধ্যমে উচ্চ হারে ভোটদানের নজির গড়বে বিহার।
Advertisement
Advertisement



