দেওয়াস- পুলিশ হেফাজত থেকে পলাতক বন্দিকে গ্রেফতার করতে গিয়ে জখম হল পুলিশ। ঘটনাটি ঘটেছে দিওয়াসে। চুরির অভিযোগে সীতারাম গুর্জার (২৩) নামে এক ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করতে যায়। সেই সময় পুলিশের ওপর চড়াও হয় ওই ব্যক্তির আত্মীয়রা। টংক খুর্দ পুলিশ স্টেশনের এক অফিসার জানিয়েছেন, পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাবার সময় ওই ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।
Advertisement
খবর পেয়ে পুলিশ যখন গুর্জারের চন্দ্রগড় গ্রামে পৌঁছন তখন পুলিশের ওপ্র ওই ব্যক্তির আত্মীয়রা গুলি চালান। তার উপর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন। পাথরের আঘাতে ১০ জন পুলিশকর্মী জখম হয়েছে বলে জানান থানার ইনিচার্জ জে জি চৌকসিক।
Advertisement
Advertisement



