পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকার তছরুপ মামলার মূল অভিযুক্ত মেহুল চোকসিকে দেশে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে বেলজিয়াম প্রশাসনকে পাঠানো এক চিঠিতে চোকসির জেল হেফাজতের যাবতীয় সুবিধার বিষয়ে আশ্বাস দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সূত্রের খবর, মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে চোকসিকে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। জেলে মিলবে পরিচ্ছন্ন খাট, বালিশ, চাদর, কম্বল ও প্রয়োজন অনুযায়ী ধাতব বা কাঠের খাটও। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় ২৪ ঘণ্টা নজর রাখবেন চিকিৎসকেরা।
Advertisement
জেলের কুঠুরিতে থাকবে পর্যাপ্ত আলো-বাতাস, পরিষ্কার পানীয় জল ও পুষ্টিকর খাবারের বন্দোবস্ত। ব্যায়ামের জন্য প্রতিদিন এক ঘণ্টার সময় দেওয়া হবে। বিনোদনের ব্যবস্থাও থাকবে সেখানে। তাঁর ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে বলেও জানানো হয়েছে।
Advertisement
৬৬ বছরের চোকসি বর্তমানে বেলজিয়ামের একটি জেলে বন্দি। তাঁর জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ করেছে সেই দেশের আদালত। চোকসির আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ক্যানসারে আক্রান্ত এবং শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল। সেই অবস্থাতেই তাঁকে ভারতে ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন তোলে তাঁর আইনজীবী পক্ষ।
এই প্রেক্ষিতে বেলজিয়াম সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে ভারত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী কোনও আচরণ করা হবে না। জেলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় বলেও উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। চোকসিকে ভারতে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করাই এখন সরকারের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, মেহুল চোকসির বিরুদ্ধে পিএনবি-র ১৩,৮৫০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে কেলেঙ্কারির পর তিনি ভারত থেকে পালিয়ে যান। এর পর থেকে সিবিআই ও ইডি তাঁকে দেশে ফেরানোর জন্য একাধিকবার চেষ্টা করলেও সফল হয়নি। অবশেষে বেলজিয়ামে তাঁর খোঁজ মেলে এবং ১৪ এপ্রিল চোকসিকে গ্রেপ্তার করা হয়।
Advertisement



