পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসীর এখনই মুক্তির সম্ভাবনা নেই। বেলজিয়ামের আপিল আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে এই পলাতক হিরে ব্যবসায়ীকে আরও কিছুদিন জেলেই কাটাতে হবে।
ভারতে প্রত্যর্পণের জন্যও জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বেলজিয়ামের আদালতে এই সংক্রান্ত শুনানি শুরু হবে। ইতিমধ্যেই মুম্বইয়ের বিশেষ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা-সহ একাধিক নথি সিবিআই আদালতে জমা দিয়েছে। তবে কবে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
প্রসঙ্গত, মেহুল চোকসী গত এপ্রিল মাসে বেলজিয়ামে গ্রেপ্তার হন। তার পর থেকে বারবার জামিনের আর্জি জানালেও আদালত তাতে সাড়া দেয়নি। সর্বশেষ শুনানিতে চোকসীর আইনজীবীরা যুক্তি দেন, তিনি জামিনে মুক্তি পেলে ২৪ ঘণ্টা নজরদারির মধ্যেই বাড়িতে থাকবেন। কিন্তু সিবিআই তাতে তীব্র আপত্তি জানায়। তাদের দাবি, ‘চোকসীর অতীত রেকর্ড প্রমাণ করে যে, তিনি আইনি প্রক্রিয়া এড়াতে একাধিকবার দেশ থেকে পালিয়েছেন। জামিন পেলে ফের গা ঢাকা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।’
Advertisement
মেহুল চোকসীর বিরুদ্ধে পিএনবি-র ১৩,৮৫০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে কেলেঙ্কারির পর তিনি ভারত থেকে পালিয়ে যান। এর পর থেকে সিবিআই ও ইডি তাঁকে দেশে ফেরানোর জন্য একাধিকবার চেষ্টা করলেও সফল হয়নি। অবশেষে বেলজিয়ামে তাঁর খোঁজ মেলে এবং ১৪ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়।
Advertisement



