• facebook
  • twitter
Friday, 19 December, 2025

রাষ্ট্রসঙ্ঘের চিকিৎসা সম্মেলনে আয়ুষের নতুন উদ্যোগের সূচনা করবেন মোদী

ডিজিটাল পরিকাঠামো তৈরি, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আয়ুষ পদ্ধতির মান নির্ধারণের জন্য আন্তর্জাতিক পরিকাঠামো গড়ে তোলা।

ছবি: এএনআই

দিল্লি, ১৯ ডিসেম্বর— রাষ্ট্রসঙ্ঘের দ্বিতীয় বিশ্ব সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের মধ্যে ভারত থেকে আয়ুষ চিকিৎসার জন্য একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করা হবে। আয়ুষ খাতের অন্তর্ভুক্ত আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি পদ্ধতিকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়াতেই এই উদ্যোগ।

প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা শুধু ভারতের নয়, এটি সমগ্র মানবজাতির জন্য মূল্যবান সম্পদ। আন্তর্জাতিক মান ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষেত্রকে আরও উন্নত করা প্রয়োজন।’

Advertisement

নতুন উদ্যোগের মধ্যে রয়েছে ডিজিটাল পরিকাঠামো তৈরি, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আয়ুষ পদ্ধতির মান নির্ধারণের জন্য আন্তর্জাতিক পরিকাঠামো গড়ে তোলা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যায়ে আয়ুষ চিকিৎসা আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য হবে।

Advertisement

উল্লেখ্য, বিশ্ব সম্মেলনে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং গবেষকরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই সক্রিয় ভূমিকা এবং নতুন উদ্যোগের ঘোষণা বিশ্ব স্বাস্থ্যব্যবস্থায় আয়ুষ চিকিৎসার গুরুত্ব বাড়াবে।

Advertisement