• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ট্রাম্পকে এড়াতেই কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদী: জয়রাম রমেশ

শেষ পর্যন্ত তিনিও যাননি। এবার মালয়েশিয়া ও তুরস্কের নেতৃত্ব ভারত সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লি, ২৩ অক্টোবর— কুয়ালালামপুরে আয়োজিত ইসলামি দেশগুলির শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, ‘মোদী শারীরিকভাবে উপস্থিত না থেকে আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যেতে চেয়েছেন।’

জয়রাম রমেশের বক্তব্য, এই সম্মেলন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদের উদ্যোগে আয়োজিত হলেও মোদী সরকার শেষ মুহূর্তে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, ‘মোদীর এই পদক্ষেপ ভারতের স্বাধীন কূটনৈতিক নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।’

Advertisement

সূত্র অনুযায়ী, ওই সম্মেলনে অংশ নিচ্ছে মালয়েশিয়া, তুরস্ক, কাতার, ইরান এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। মুসলিম বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। জয়রাম রমেশের মতে, ওয়াশিংটনের চাপে পড়ে সিদ্ধান্ত বদল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

তাঁর কথায়, ‘মোদী সরকারের এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতিকে দুর্বল করে দিচ্ছে। স্বাধীন পররাষ্ট্রনীতির বদলে এখন দেখা যাচ্ছে, বিদেশনীতি নির্ধারিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মর্জি মতো।’

উল্লেখ্য, এই সম্মেলনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও আমন্ত্রণ পেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনিও যাননি। এবার মালয়েশিয়া ও তুরস্কের নেতৃত্ব ভারত সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

বিশ্লেষকদের মতে, জয়রাম রমেশের এই মন্তব্য আসলে মোদী সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে বিরোধীদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সক্রিয় উপস্থিতির বদলে অনুপস্থিতি যে কূটনৈতিক বার্তা দেয়, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

Advertisement