• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হিমাচলে বন্যা: ১,৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে এবং সঠিক জল ব্যবস্থাপনার জন্য রিচার্জ স্ট্রাকচার গড়ার কথাও ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে।

মঙ্গলবার আকাশপথে বন্যা ও ধস বিধ্বস্ত হিমাচল প্রদেশের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এএনআই

বাংলার পাশে না দাঁড়ালেও ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হিমাচল প্রদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি ১,৫০০ কোটি টাকার বিশেষ ত্রাণ সহায়তার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও ধস কবলিত রাজ্যের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই এই আর্থিক সাহায্য।

মোদীর ঘোষিত এই ত্রাণ প্যাকেজের মধ্যে রয়েছে এসডিআরএফ-এর দ্বিতীয় কিস্তির অগ্রিম মঞ্জুরি, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে বরাদ্দ, পিএম আবাস যোজনার অধীনে সহায়তা, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল বা পিএমএনআরএফ থেকে দুর্গত পরিবারকে সাহায্য, ভাঙা বাড়িঘরের জিও-ট্যাগিং করে দ্রুত ক্ষয়ক্ষতির হিসেব তৈরির ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের জন্য বিশেষ প্রকল্প।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার হিমাচল প্রদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চাম্বা, ভরমৌর, কাঙরা-সহ একাধিক এলাকা হেলিকপ্টার থেকে পরিদর্শন করেন তিনি। মেঘভাঙা বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসে রাজ্যের একাধিক এলাকা বিধ্বস্ত হওয়ায় সেখানে ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা খতিয়ে দেখেন মোদী। দুর্গতদের সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি। এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাশে থেকে সর্বতোভাবে সাহায্য করবে।

Advertisement

সেই সঙ্গে এই রাজ্যের কৃষক সমাজের সমস্যার দিকেও আলাদা গুরুত্ব দিয়েছেন মোদী। বিশেষ করে যাঁদের বিদ্যুৎ সংযোগ নেই, তাঁদের জন্য অতিরিক্ত সহায়তার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, স্কুলগুলিও ক্ষতির পরিমাণ সরাসরি জানাতে ও জিও-ট্যাগিং করতে পারবে, যাতে দ্রুত সমগ্র শিক্ষা অভিযানের অধীনে সাহায্য পৌঁছনো যায়। পাশাপাশি ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে এবং সঠিক জল ব্যবস্থাপনার জন্য রিচার্জ স্ট্রাকচার গড়ার কথাও ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী ত্রাণ ও উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা নেওয়া এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, রাজ্য প্রশাসন ও অন্যান্য সংস্থার কর্মীদের প্রশংসা করেছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে তিনি ঘোষণা করেছেন, মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস, হিমাচলের এই বিপর্যয় মোকাবিলায় কোনও খামতি রাখবে না কেন্দ্র। সব রকম সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।

Advertisement