• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

নক্ষত্র পতন, প্রয়াত ক্যাডবেরি, ফেভিকলের বিজ্ঞাপনের সৃষ্টিকর্তা পীযূষ পাণ্ডে

তাঁর প্রতিভার আলোতে সমৃদ্ধ হয়েছে অনেক সংস্থা, এবং পরবর্তীতে তাঁর লেখা লাইনের হাত ধরেই সাফল্য পেয়েছে তারা।

প্রয়াত খ্যাতনামা ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডে ছিলেন ওগিলভি ইন্ডিয়া-র গ্লোবাল চিফ ক্রিয়েটিভ অফিসার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান। তিনি ফেভিকল,ক্যাডবেরি ,এশিয়ান পেইন্টস, ভোডাফোন-এর মতো জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনের সৃষ্টিকর্তা। তাঁর কলমেরই সৃষ্টি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দেশের বিজ্ঞাপন দুনিয়ার অন্যতম দিগ্গজ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিজ্ঞাপনের জগতে তাঁর অবদান অপরিসীম।

তাঁর প্রতিভার আলোতে সমৃদ্ধ হয়েছে অনেক সংস্থা, এবং পরবর্তীতে তাঁর লেখা লাইনের হাত ধরেই সাফল্য পেয়েছে তারা। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। বিখ্যাত গায়িকা ইলা অরুণের ভাই তিনি। ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইলা। 

Advertisement

পীযূষ পাণ্ডে ১৯৫৫ সালের ৫ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ৯ ভাইবোনের মধ্যে অষ্টম। ১৯৮২ সালে তিনি বিজ্ঞাপন দুনিয়ায় কাজ শুরু করেন, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ক্রিকেটের প্রতিও দারুণ আগ্রহ ছিল তাঁর, সঙ্গে চা পরীক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। কিন্তু বিজ্ঞাপন এর জন্ম দেওয়াই ছিল তাঁর পেশা এবং নেশা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিজ্ঞাপন জগতেও। 

Advertisement

Advertisement