ক্যারিয়ারে ‘পিপা’ পরিবর্তনকারী অভিজ্ঞতা : ইশান খট্টর

Written by SNS October 18, 2022 3:43 pm
মুম্বাই, ১৮ অক্টোবর– সম্প্ৰতি অভিনেতা ইশান খট্টর তাঁর আসন্ন সিনেমা “পিপা” র অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ‘একজন বাস্তব জীবনের যুদ্ধের নায়কের চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের একটি পরিবর্তনকারী অভিজ্ঞতা৷’ ছবিটি ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার (ইশান) জীবন কাহিনীর উপর নির্মিত। ৪৫তম অশ্বারোহী ট্যাঙ্ক স্কোয়াড্রনের একজন প্রবীণ সৈনিক, যিনি তার ভাইবোনদের সাথে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন, তাঁর সাহসিকতার কথা তুলে ধরা হয়েছে এই মুভিতে। “বিয়ন্ড দ্য ক্লাউডস” এবং ”ধড়ক” এর জন্য পরিচিত ইশান বলেছেন যে তিনি একজন ভারতীয় সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত, যিনি সেই সময়ে তার বয়সী ছিলেন।