• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যে বই পড়বই: ‘কেরিয়ার কলিং’, একটি তথ্য-সমৃদ্ধ প্রকাশনা

সংকলনটির নাম "কেরিয়ার কলিং - অপরচুনিটিজ ফর অল"। বইটি মূলত সাপ্তাহিক "এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে" প্রকাশিত বিভিন্ন প্রাসঙ্গিক একধিক প্রতিবেদনের সংকলন।

ফাইল চিত্র

সামনের মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা। পরের মাস যেতে না যেতেই শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিকও। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক, সকলেই এখন উদ্বিগ্ন ফলাফল নিয়ে। একই সঙ্গে তাঁদের আরও একটি দুশ্চিন্তার কারণ হল- পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার, ভবিষ্যতে কী নিয়ে পড়বে তাঁরা। কোন বিষয়ে ভর্তি হলে আগামী দিনে উপযুক্ত পেশাকে সঙ্গী করা যাবে। এইসব বিষয়গুলিতে পড়ুয়াদের আগ্রহ আদৌ আছে কি না, সেটাও বাবা-মায়ের চিন্তার কারণ বর্তমানে।

ভবিষ্যৎ পড়াশোনা এবং পেশা কেমন হলে আগামী জীবন মসৃণ হবে, এই নিয়ে এক তথ্য-সমৃদ্ধ সংকলন সম্প্রতি প্রকাশ করেছে ভারত সকারের পাবলিকেশন ডিভিশন। সংকলনটির নাম “কেরিয়ার কলিং – অপরচুনিটিজ ফর অল”। বইটি মূলত সাপ্তাহিক “এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে” প্রকাশিত বিভিন্ন প্রাসঙ্গিক একধিক প্রতিবেদনের সংকলন। প্রায় ৩৫০ পাতার বইটি ন’টি অধ্যায়ে বিভক্ত। শুরু হয়েছে জেনারেল কাউন্সেলিং দিয়ে। যেখানে বর্ণনা করা হয়েছে, একজন পড়ুয়া কী ভাবে এবং কেমন ভাবে তার নিজের ভবিষ্যৎ জীবন এবং পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং শেষ হয়েছে খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন কেরিয়ার সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে। এর সঙ্গে রয়েছে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য-পরিষেবা, বিজ্ঞান-প্রযুক্তি, সবুজ-প্রযুক্তি, শিক্ষা এবং ব্যাংকিং ও অর্থনীতি নিয়ে পড়াশোনা ও কেরিয়ার সংক্রান্ত উপযুক্ত তথ্যভান্ডার।

Advertisement

প্রত্যেকটি অধ্যায় রয়েছে, আবার একাধিক প্রতিবেদন। লিখেছেন, দেশের বিভিন্ন বিশিষ্ট শিক্ষা ও পেশা-পরামর্শকেরা। সংকলনটির দাম মাত্র ১৮৫ টাকা। কিন্তু, যে ভাবে তথ্য পরিবেশিত হয়েছে, তা সঠিক ভাবে কাজে লাগালে, নিশ্চিন্তে বলতে পারি পড়ুয়া এবং অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। পরিশেষে একটা কথাই বলি, সংকলনটির যদি ভাষান্তর করে বাংলাসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রকাশ করা যায়, তা হলে এর মাধ্যমে উপকৃত পড়ুয়া এবং অভিভাবকদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে।

Advertisement

কেরিয়ার কলিং, অপরচুনিটিজ ফর অল।
প্রকাশক: পাবলিকেশন্স ডিভিশন, ভারত সরকার।
মূল্য: ১৮৫ টাকা।

Advertisement