• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়ি ফিরল পাইলটের মরদেহ

পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়দের কেউই যেন তখনও বিশ্বাস করতে পারছেন না, পাড়ার অত্যন্ত প্রিয় মানুষটি আর নেই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সুমিত সাভারওয়ালের বাড়িতে ফিরল। মঙ্গলবার আমেদাবাদ থেকে মুম্বই শেষবারের মতো বিমানে করেই ফেরে সুমিত সাভারওয়ালের দেহ। তারপর তা পৌঁছয় মুম্বইয়ের পোওয়াইয়ের বাড়িতে। তার আগেই ভিড় জমেছিল বাড়ির উঠোনে। পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়দের কেউই যেন তখনও বিশ্বাস করতে পারছেন না, পাড়ার অত্যন্ত প্রিয় মানুষটি আর নেই।

ভিড়ের মাঝখান থেকেই এক পা, দু’পা করে এক অশীতিপর বৃদ্ধকে ভগ্ন মন ও শরীর নিয়ে এগিয়ে আসতে দেখা গেল। তাঁকে একজন ধরে নিয়ে আসেন কফিনের সামনে। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা পুষ্করাজ সাভারওয়াল নিজেকে সামলাতে না পেরে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ঘণ্টাখানেক সময় বাড়িতেই রাখা ছিল সুমিতের দেহ। তারপর নিয়ে যাওয়া হয় স্থানীয় চাকালা স্টেশনে। তাঁর শেষযাত্রায় ছিলেন অসংখ্য স্থানীয় মানুষ এবং পরিবার পরিজন।

Advertisement

Advertisement

Advertisement