অবতরণের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানচালকের মৃত্যু হল। ওই বিমানচালক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কর্মরত ছিলেন। সূত্রের খবর, ২৮ বছর বয়সি ওই পাইলটের সম্প্রতি বিয়ে হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারীরিক অসুস্থতার কারণে এক জন সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। এই বিশাল ক্ষতি মোকাবিলায় আমরা তাঁদের সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছি।’
শ্রীনগর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পাইলট ছিলেন। বিমানটি দিল্লিতে অবতরণের পরই পাইলট অসুস্থ বোধ করেন। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট সকলকে এই মুহূর্তে গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে অপ্রয়োজনীয় অনুমান এড়াতে অনুরোধ করা হচ্ছে।’
Advertisement
সূত্রের খবর, দিল্লিতে অবতরণের পরে বিমানের ভিতরেই হঠাৎ বমি করতে শুরু করেছিলেন ওই বিমানচালক। বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়ার বার্তা পাঠিয়েছিলেন কো-পাইলট। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা শুরুই আগেই মারা যান তিনি।
Advertisement
গত কয়েক বছরে ভারতীয় বিমান পরিচালনা সংস্থাগুলির বেশ কয়েক জন পাইলট কর্তব্যরত অবস্থার হৃদরোগে মারা গিয়েছেন। অভিযোগ, বিশ্রামের অভাবের কারণেই এইসব দুর্ঘটনা ঘটে। এই নিয়ে মামলাও দায়ের হয় আদালতে। দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) নতুন নিয়ম চালু করতে চলেছে। আগামী ১ জুলাই থেকে বিমানচালকদের সাপ্তাহিক বিশ্রাম ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। এর ফলে প্রায় ১২ ঘণ্টা অতিরিক্ত বিশ্রাম পাবেন বিমানচালকরা।
Advertisement



