• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শিনা বোরা খুনের মামলায় জামিন পিটার মুখার্জিকে

প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জিকে বৃহস্পতিবার জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। শিনা বোরা খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

পিটার মুখার্জি (File Photo: IANS)

প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জিকে বৃহস্পতিবার জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। শিনা বোরা খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিন দিয়ে আদালত জানিয়েছে, প্রাথমিকভাবে এই খুনের ঘটনায় জড়িত থাকার কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি পিটারের বিরুদ্ধে।

এদিন ব্যক্তিগত ২ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়ে বিচারপতি নীতিন সাম্বরে বলেছেন জামিনে থাকা অবস্থায় সন্তান রাহুল মুখার্জি, বিধি মুখার্জি সহ কোনও মামলার কোনও সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না পিটার।

Advertisement

জামিন দিলেও চুড়ান্ত রায় এখনও দেয়নি বম্বে হাইকোর্ট। বরং মামলায় তদন্তকারী সংস্থা আরও ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। এদিন বিচারপতি বলেন, খুনের ঘটনাটি যখন ঘটে, তখন আবেদনকারী পিটার মুখার্জি দেশের বাইরে ছিলেন। জেলেও তিনি কাটিয়ে ফেলেছেন চার বছর। সম্প্রতি তার বাইপাস সার্জারিও হয়েছে।

Advertisement

Advertisement