• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

যোগী আদিত্যনাথের সুশাসনের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাঙ্ক।

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথের সুশাসনের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাঙ্ক। ২০ সদস্যের বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি দল ইতিমধ্যেই ভারতে এসেছিলেন। তাঁরা বিভিন্ন রাজ্যের কাজ খতিয়ে দেখেন। সূত্রের খবর, উত্তর প্রদেশ সরকারের কাজে সবচেয়ে বেশি তাঁরা খুশি হয়েছেন বলে জানা গিয়েছে। একের পর এক ক্ষেত্রের উন্নয়ন হয়েছে। যোগী সরকার সুশৃঙ্খল ভাবে কাজ করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথের সুশাসনের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাঙ্ক। ২০ সদস্যের বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি দল ইতিমধ্যেই ভারতে এসেছিলেন। তাঁরা বিভিন্ন রাজ্যের কাজ খতিয়ে দেখেন। সূত্রের খবর, উত্তর প্রদেশ সরকারের কাজে সবচেয়ে বেশি তাঁরা খুশি হয়েছেন বলে জানা গিয়েছে। একের পর এক ক্ষেত্রের উন্নয়ন হয়েছে। যোগী সরকার সুশৃঙ্খল ভাবে কাজ করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরেই রাজ্যের উন্নয়নে জোর দিয়েছেন। রাজ্যে আইনের শাসন বহাল করা থেকে শুরু করে একের পর এক ক্ষেত্রের উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। কৃষি-শিল্প একাধিক ক্ষেত্রে উন্নয়ন করে চলেছেন তিনি। রাজ্যকে শিল্প বান্ধব করে গড়ে তুলতে উত্তর প্রদেশ সরকার তৎপর হয়ে উঠেছে। রাজ্যের সড়ক পরিবহণ থেকে শুরু করে একের পর এক ক্ষেত্রের উন্নয়ন করেছেন। রাজ্যেবাসীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি। একাদিক ক্ষেত্রে কাজ করছেন রাজ্যের অসংখ্যমানুষ। এমনকী রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়নেও কাজ করে চলেছেন যোগী আদিত্যনাথ। চিকিৎসা পরিষেবার উন্নয়নে রাজ্যের গ্রামীণ হাসপাতাল গুলিরর উন্নয়ন ঘটিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষার স্কুলগুলিতেও উন্নতমানের করে গড়ে তুলতে চলেছেন তিনি। সম্প্রতি যোগী সরকার একাধিক প্রকল্প শুরু করে দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের কাছে নতুন মেডিসিটির কাজ করছে। এছাড়া ক্রীড়াক্ষেত্রেও একাধিক কাজ করতে শুরু করেছেন তিনি। গোটা রাজ্যে বিমানবন্দরের সংখ্যা বড়েছে। সারাদিনে এখন উত্তর প্রদেশের বিভিন্ন বিমানবন্দরে বিমানের ওঠানামা বেড়েছে। পর্যটন ক্ষেত্রেও যোগী সরকার উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।