• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাক গুপ্তচর সন্দেহে আটক যুবক

পাক গুপ্তচর সন্দেহে রাজস্থানে জয়সলমীর থেকে ভারতীয় আর্মির গােয়েন্দাশাখা এক যুবককে গ্রেফতার করল। এই যুবক বসনপীর এলাকার বাসিন্দা।

প্রতীকী ছবি (Photo: Xinhua/Ahmad Kamal/IANS)

পাক গুপ্তচর সন্দেহে রাজস্থানে জয়সলমীর থেকে ভারতীয় আর্মির গােয়েন্দাশাখা এক যুবককে গ্রেফতার করল। এই যুবক বসনপীর এলাকার বাসিন্দা। তার নাম বাই খান। কয়েকদিন ধরে তার উপর ভারতীয় আর্মির গােয়েন্দাশাখা নজরদারি চালাচ্ছিল।

অবশেষে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সীমান্ত সংলগ্ন আর্মি ক্যান্টনমেন্টে একটি ক্যান্টিন চালাতেন ধৃত এই যুবক। সেই সূত্রে সেনাবাহিনীর নানা গােপন খবর পাকিস্তানে পাচার করত বলে গােয়েন্দাদের অনুমান। ধৃতের মােবাইল থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, লন্ডন একাধিক ফোন নম্বর পাওয়া গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement