ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ৪০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য কাঠমান্ডুতে বিশেষ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারকে উৎখাত করে নেপালে হিংসাত্মক বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা নিরাপদ যাত্রাপথ এবং নিরাপদে অবতরণের অনুমতি দেওয়ার জন্য নেপালি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। সূত্রের খবর, বিমানবন্দরে আটকে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে দিল্লি থেকে ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় নেপালে আটকে পড়েছেন কয়েকশো ভারতীয়। আটকে পড়া পরিবারগুলিকে আশ্বস্ত করেছে ভারত সরকার। তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
সূত্রের খবর, কাঠমান্ডু বিমানবন্দরেই আটকে রয়েছেন ৪০০-র বেশি ভারতীয়। মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ। বাতিল হয়ে গিয়েছে বহু বিমান। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কী ভাবে ফেরানো যায়, তা নিয়ে নেপাল সেনার সঙ্গে কথা কথাবার্তা চালাচ্ছে দিল্লি।



