হারিদ্বার, ১২ অক্টোবর— ভারতীয় শিক্ষা বোর্ড দ্বারা স্বীকৃত পতঞ্জলি গুরুকুলের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে পতঞ্জলি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন আধ্যাত্মিক নেতা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা, যাঁরা ভারতের অনন্ত গুরুকুল ঐতিহ্যকে সম্মান জানান।
পতঞ্জলি যোগপীঠের প্রধান মেন্টর স্বামী রামদেব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘আমাদের প্রাচীন গুরুকুল বিশ্বকে জ্ঞান ও মূল্যবোধ নিয়ে নেতৃত্ব দিয়েছে। আমরা সেই ঐতিহ্যকে পুনর্জীবিত করার পথে এগোচ্ছি।’
Advertisement
তিনি আরও বলেন, ‘পতঞ্জলি গুরুকুল আমাদের ঋষিদের পথ অনুসরণ করছে। এখানে শিশুরা শুধু পাঠ্যক্রমেই শিক্ষিত হচ্ছে না, তারা নেতৃত্বের গুণাবলিও অর্জন করছে, যা তাদের মানবতার সেবায় কাজে লাগবে।’
Advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ ভারতের প্রাচীন শিক্ষাব্যবস্থাকে আধুনিক যুগের সঙ্গে সংযুক্ত করে নতুন প্রজন্মকে নৈতিক বোধ ও নেতৃত্বসুলভ গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলবে।
Advertisement



