কাশ্মীরের জন্য চাই আলাদা প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি ওমর

নতুন বিতর্কের জন্ম দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা

Written by SNS Srinagar | April 3, 2019 11:35 am

ওমর আব্দুল্লা (Photo: IANS)

সংবিধানের ৩৫ এ এবং ৩৭০ ধারা নিয়ে বিতর্ক এখনও ধামাচাপা পড়েনি। এর মধ্যে কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দাবি জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর দল এই দাবিকে আরও একবার সামনে আনবে বলে জানিয়েছেন তিনি।

এদিন জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক জনসভায় ওই দুটি ধারার কথা উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের স্বতন্ত্র সত্ত্বা বজায় রাখতে আমরা সংবিধানে কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছি। আমরা বলেছিলাম আমাদের স্বতন্ত্র পরিচিতি বজায় রাখতে হবে। আমাদের নিজস্ব আইন, নিজস্ব পতাকা থাকবে। তিনি আরও বলেন, এক সময় আমাদের সদর-এ-রিয়াসত (রাষ্ট্রপতি) এবং ওয়াজির-এ-আজম (প্রধানমন্ত্রী) ছিলেন। ঈশ্বরের করুণায় আমরা তা ফিরিয়ে আনব। এই দুটি ধারায় হাত দিলে আগামী দিনে ভারত থেকে কাশ্মীর বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওমরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইস্যুতে কংগ্রেসকে তাঁর অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।