কোভিড সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ওড়িশা প্রশাসনের তরফে আগামি ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা দু’সপ্তাহ লকডাউন ঘােষণা করল ওড়িশা প্রশাসন। স্পেশ্যাল রিলিফ কমিশনারের অফিস থেকে লকডাউন সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সকাল সাতটা থেকে দুপুর বারােটা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ৫০০ মিটারের মধ্যে হাঁটাচলা করতে পারবেন অর্থাৎ ওই সময়ের মধ্যে বাজার-হাট করতে পারবেন। ওষুধপত্র ও জরুরি পরিষেবায় কোনও ধরনের বাধা নিষেধ নেই।
Advertisement
উল্লেখ্য, সপ্তাহান্তে শুক্রবার সন্ধ্যে ছ’টা থেকে সােমবার ভাের পাঁটা পর্যন্ত রাজ্যের সর্বত্র দোকানপাঠ বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ও স্বাস্থ্য পরিষেবার কারণে গাড়ি চলাচলে কোনও বিধিনিষেধ নেই। সাধারণ জনগণের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করার লক্ষ্যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



