সেনাবাহিনী নয়, ভোটারদের দেখা মিলল কাশ্মীরে

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হানার পর দেশের সাধারণ নির্বাচনে সামিল হয়েছে জম্মু ও কাশ্মীর। প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই কেটেছে। আজ ছিল উপত্যকায় দ্বিতীয় দফার ভােট। বুধবার নিরাপত্তা বাহিনীর কনভয়ে বুধবার আর গমগম করল না জম্মুর রাজপথ।

Written by SNS Srinagar | April 19, 2019 1:02 pm

ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে ভোটাররা (Photo-IANS)

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হানার পর দেশের সাধারণ নির্বাচনে সামিল হয়েছে জম্মু ও কাশ্মীর। প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই কেটেছে। আজ ছিল উপত্যকায় দ্বিতীয় দফার ভােট। বুধবার নিরাপত্তা বাহিনীর কনভয়ে বুধবার আর গমগম করল না জম্মুর রাজপথ। জম্মু-শ্ৰীনগর জাতায় সড়ক দিয়ে নির্দ্বিধায় চলাচল করলেন সাধারণ মানুষ। পথচারীদের সঙ্গে দেখা মিলল দু’চাকা, চার চাকা গাড়ির। ৭ এপ্রিল ঘােষণা করে দেওয়া হয়েছিল ২৭০ কিলােমিটার লম্বা জাতীয় সড়কটি সপ্তাহে দু’দিন বুধবার ও রবিবার ভাের চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খােলা থাকবে সাধারণ মানুষের জন্য। ৩১ মে পর্যন্ত এই নিয়ম চলবে। পুলওয়ামা ঘটনার পর সতর্কতা অবলম্বন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের কনভয় চলাচল করতে পারে সহজে তারজন্যই এই ব্যবস্থা। পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর এই নির্দেশ জারি করা হয়েছিল। এই নির্দেশ জারি করার পর থেকেই বিরােধিতার মুখে পড়তে হয় কেন্দ্রকে। শ্রীনগরের ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সিআরপিএফের পক্ষ থেকে টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছিল, বুধবার এই রাস্তায় কোনও কনভয় যাবে না, খােলা থাকবে সাধারণ মানুষের জন্য। তারপরই যান চলাচল শুরু হয়। মানুষ এতেই খুশি। সেই খুশির ঝলক ধরা পড়েছিল স্থানীয় মানুষের মুখে। কোনও দুঃখের ক্ষত ছিল না।