• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

টিকার কোনও মিশ্রণ নয়, একই সংস্থার দুটি ডােজ পাবেন সবাই

বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল একই টিকা প্রথম বার নেওয়ার পর দ্বিতীয়বার অন্য টিকা নেওয়া হলে রােগ প্রতিরােধ আরও বাড়ে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল একই টিকা প্রথম বার নেওয়ার পর দ্বিতীয়বার অন্য টিকা নেওয়া হলে রােগ প্রতিরােধ আরও বাড়ে। এটা সঠিক কিনা, এখনও এদেশে তার পরীক্ষামূলক কোনও প্রয়ােগ হয়নি। সে কারণে আপাতত তেমন কোনও নির্দেশিকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রের তরফে বলা হচ্ছে, যতক্ষণ না এ বিষয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ মিলছে, ততক্ষণ এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ফলে যাঁরা কোভিশিল্ড নিচ্ছেন, তারা দ্বিতীয় বার কোভিশিল্ডই নেবেন।

Advertisement

কোভ্যাক্সিনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযােজ্য থাকবে। কোভিশিল্ডের দ্বিতীয় টিকা যেমন ১২ সপ্তাহ পর নেওয়ার কথা বলা হয়েছে, সেভাবেই টিকা দেওয়া হবে। 

Advertisement

অন্যদিকে কোভ্যাকসিন দেওয়া হবে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের বদল হয়নি। ফলে দু’টি টিকার মিশ্রণ নয়। একই সংস্থার দু’টি ডােজই পাবেন সবাই।

Advertisement