• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত থেকে বেশি বিতাড়িত নাইজেরিয়রা, বাংলাদেশিরা দ্বিতীয়

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্টে বিতাড়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চের মধ্যে বিতাড়িত করা হয়েছে দু’হাজার ৩৩১ জন বিদেশিকে।

প্রতীকী চিত্র

১ বছরে বেআইনিভাবে এ দেশে বসবাসকারীদের বিতা়ড়নের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশিরা। প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার এই দেশের হাজারের বেশি নাগরিককে এক বছরে বিতারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত এক বছরে দু’হাজারে বেশি বিদেশি নাগরিককে বিতা়ড়িত করা হয়েছে।

কর্মসূত্রে হোক বা পড়াশোনার কারণে, কিংবা ঘুরতে বা অন্যান্য প্রয়োজনে এক দেশের মানুষ অন্য দেশে যান। অন্য দেশ থেকে ভারতে আসা বিদেশির সংখ্যাও নেহাত কম নয়। তবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অনেকে এ দেশে থেকে যান। অনেকে আবার জাল নথি ব্যবহার করে পাকাপাকিভাবে ভারতে থাকতে শুরু করেন। তবে ধরা পড়লে বিপদ। বেশির ভাগ ক্ষেত্রেই বেআইনিভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের বিতা়ড়ন করে কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্টে বিতাড়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চের মধ্যে বিতাড়িত করা হয়েছে দু’হাজার ৩৩১ জন বিদেশিকে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। ওই সময়ের মধ্যে ৪১১ জন অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

Advertisement

ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে নানা সময়ে অভিযোগ প্রকাশ্যে আসে। রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে বা ভুয়ো নথি ব্যবহার করে ভারতে প্রবেশের অভিযোগ ওঠে। প্রায় প্রতি দিন কোনও না কোনও বাংলাদেশি অভিবাসী পুলিশের জালে ধরা পড়ছেন। যাঁদের কাছে ভারতে থাকার প্রয়োজনী নথি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৩-২০২৪ রিপোর্ট অনুযায়ী, এক বছরে এক হাজার ৪৭০ জন নাইজেরিয়ানকে বিতাড়িত করা হয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে উগান্ডা। সে দেশের ৭০ জন নাগরিককে বিতাড়িত করেছে ভারত সরকার।

Advertisement