• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বদলাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়ম

১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে। সেই লাইন ধরেই সারিবদ্ধ ভাবে দর্শন করতে হবে।

ফাইল চিত্র

পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়মে বদল আনছে মন্দির কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। আগের মতো আর ভিড় ঠেলে নয়, এবার সুনির্দিষ্ট নিয়ম মেনে মন্দির দর্শন করতে হবে। এর ফলে ভক্তদের সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে। সেই লাইন ধরেই সারিবদ্ধ ভাবে দর্শন করতে হবে। জানুয়ারি মাসেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চাইলেই যে কোনও পথ দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। সুনির্দিষ্ট পথ দিয়ে মন্দিরে ঢুকতে ও বেরোতে হবে। একমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশ করা যাবে মন্দির চত্বরে। বাকি তিনটি পথ দিয়ে বাইরে বেরোতে হবে। মোট ৬টি লাইন থাকবে মন্দির দর্শনের জন্য। মহিলা ও শিশুদের জন্য একটি লাইন থাকবে। প্রবীণদের জন্য আলাদা লাইন থাকবে। এছাড়া বিশেষভাবে সক্ষমদের জন্য আরেকটি লাইন থাকবে। বাকি তিনটি লাইন থাকবে পুরুষদের জন্য। প্রতিটি সারিকে ব্যারিকেড দিয়ে অপরটির থেকে পৃথক করা থাকবে।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নাটমন্দিরের কাঠামোর কোনও ক্ষতি না করে ব্যারিকেড বসানোর জন্য তারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই থেকে অনুমতি পেয়েছে। নাটমন্দিরের একটি উঁচু জায়গা থেকে বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। মন্দির চত্বর থেকে বের হওয়ার ক্ষেত্রেও পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক পথ রাখা হবে। মহিলা, শিশু, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষমরা একটি দরজা দিয়ে বেরোবেন। পুরুষদের জন্য থাকবে অন্য একটি দ্বার।

Advertisement

এদিকে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। মন্দির চত্বরের বাইরে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। তাতে লেখা, শ্রী জগন্নাথ মন্দিরে মোবাইল ফোন নিয়ে নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এই নিয়মের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জরিমানাও করা হবে।

Advertisement