• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা, ১১ আগস্ট দুটি পর্যায়ে হবে পরীক্ষা 

দিল্লি, ৫ জুলাই – সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-পিজির পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস। শুক্রবার নিট-পিজি পরীক্ষার তারিখ ঘোষণা।   পরীক্ষা হবে ১১ আগস্ট ৷ বোর্ড জানিয়েছে, দু’টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এর আগে ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তবে নিট-নেট পরীক্ষা বিতর্কে এই পরীক্ষার একদিন আগে, অর্থাৎ

দিল্লি, ৫ জুলাই – সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-পিজির পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস। শুক্রবার নিট-পিজি পরীক্ষার তারিখ ঘোষণা।   পরীক্ষা হবে ১১ আগস্ট ৷ বোর্ড জানিয়েছে, দু’টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এর আগে ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তবে নিট-নেট পরীক্ষা বিতর্কে এই পরীক্ষার একদিন আগে, অর্থাৎ ২২ জুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পরীক্ষা স্থগিত করে ৷ বোর্ড জানিয়েছে, “২২ জুন,২০২৪ তারিখে এনবিইএমএস একটি নোটিস জারি করে জানিয়েছিল যে, ২০২৪ সালের নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে৷ ১১ আগস্ট  দু’টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জনের শেষ তারিখ ১৫ আগস্ট , ২০২৪ ৷” পরীক্ষা সম্পর্কিত আরও তথ্য প্রকাশিত হবে এনবিইএমএস-এর natboard.edu.in 2024 ওয়েবসাইটে ৷

 
গত ২৩ জুন নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের জেরে চাপের মুখে পড়ে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে মেডিক‌্যালে স্নাতকোত্তর স্তরের এই প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সরকারের তরফে ঘোষণা করা হয়, এনটিএর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পরীক্ষা  পিছিয়ে দেওয়া হচ্ছে। ২২ জুন রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পুরো পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। শুধু তাই নয়, প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা শুরুর মাত্র ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে  বলে জানা যায়। গত ২৯ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে ১ অথবা  ২ জুলাই৷ অবশেষে সেই পরীক্ষার দিন ঘোষণা করল এনবিইএমএস।

Advertisement

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে৷ এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে সিবিআই ৷ রাজস্থান, গুজরাট, বিহার- এই তিন রাজ্যে পরীক্ষার দিন, ৫ মে বেনিয়ম হয় বলে অভিযোগ ৷ এই বিতর্কের মাঝেই ১৯ জুন বাতিল হয় নেট-ইউজিসি পরীক্ষা ৷ পরীক্ষা হয়েছিল ১৮ জুন ৷ কিন্তু শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ২০ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষা বাতিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং স্বীকার করে নেন যে পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি আছে ৷ সব মিলিয়ে নিট-নেট পরীক্ষায় এর পর পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায় পরীক্ষায় প্রথম হয়েছেন ৬৭ জন। শুধু তাই নয়, কিছু পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়। বিতর্ক চরম আকার নিতেই তদন্তে নামে সিবিআই।  প্রশ্নফাঁসে যুক্ত পরীক্ষার্থীদের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযুক্তকে।

Advertisement

Advertisement