আগুন থেকে বিমান ঘাঁটি বাঁচাতে মরিয়া চেষ্টা সেনা-বিমানবাহিনীর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ধামি

Written by SNS April 27, 2024 3:58 pm

নৈনিতাল, ২৭ এপ্রিল– নিজের মেষদের খাওয়ানোর ইচ্ছে যে এক মুহুর্তে গোটা বনভূমিকেই শেষ করে দেবে তা বোধহয় সেই মেষপালকও ভাবতে পারেন নি৷ পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তাঁর পোষ্য ভেড়ারা যাতে নতুন ঘাস খেতে পারে, তাই জঙ্গল ফাঁকা করতে আগুন ধরিয়ে দিয়েছিলেন৷ যা থেকে দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ একে শুকনো গ্রীষ্মকাল, তার উপর হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পডে়ছে৷ প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে শহর লাগোয়া বনভূমি দাউদাউ করে জ্বলে চলেছে৷ পুলিশ ওই মেষপালককে গ্রেফতার করলেও তাঁর জারিজুরি খেসারত দিতে হচ্ছে বিশাল বনভূমিকে৷ পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে, দাবানলের গ্রাস থেকে শহর তথা বনাঞ্চল বাঁচাতে নেমে পডে়ছে সেনা ও বিমানবাহিনী৷
তবে অন্য একটি সূত্র বলছে আগুনের পেছনে কাজ করছে জঙ্গী কার্যকলাপ৷ কারণ ইতিমধ্যেই রুদ্রপ্রয়াগ থেকে আগুন ধরানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷
গত ২৪ ঘণ্টায় ৩১ টি জায়গায় নতুন করে আগুন লেগেছে৷ অন্তত ৩৩ থেকে ৩৪ হেক্টর জমি পুডে় গিয়েছে বলেও জানা গিয়েছে৷ এই দাবানলের জন্য রাস্তায় যান চলাচলও ব্যহত হচ্ছে৷ বন দফতরের আধিকারিকদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছে সেনাবাহিনীও৷ হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানো হচ্ছে৷ জানা গিয়েছে, হাইকোর্ট কলোনিতে পুরনো ফাঁকাবাডি় আগুনের গ্রাসে চলে গিয়েছে৷
তবে এবার আতঙ্ক ছড়াচ্ছে সেনা ছাউনি নিয়ে৷ স্পর্শকাতর এলাকাগুলোতে ছডি়য়ে পড়তে পারে আগুন৷ তবে উত্তরাখণ্ডে দাবানল ছড়ানোর ঘটনা নতুন নয়৷ গত বছরের ১ নভেম্বরের পর থেকে ৫৭৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে, ক্ষতির মুখে পডে়ছে ৬৮৯ হেক্টর জঙ্গল৷ সংবাদ সংস্থা জানিয়েছে, নৈনিতাল ছাড়াও বলদিইয়াখান, জেওলিকোট, মাঙ্গোলি, খুরপাতাল, দেবীধুরা, ভাওয়ালি, পিনুস, ভীমতাল মুক্তেশ্বরের বনাঞ্চলেও দাবানল শুরু হয়েছে৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পর্যন্ত ঘটনার ভয়াবহতা স্বীকার করে নিয়েছেন৷ শনিবার তিনি বলেন, এটা খুবই বড় আগুন৷ আমরা মোকাবিলার চেষ্টা করছি৷ এদিনই হলদোয়ানিতে একটি জরুরি বৈঠক ডেকেছেন ধামি৷ নৈনিতাল পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টার নৈনি লেক এবং ভীমতাল থেকে জল সংগ্রহ করছে৷ আগুন ছডি়য়ে বিমানবাহিনীর ঘাঁটির কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ বিমানঘাঁটি বাঁচানোই আপাতত বাহিনীর সামনে বিরাট চ্যালেঞ্জ৷শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, নৈনিতালের দাবানল ভয়াবহ আকার নিয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় সেনা ও বিমানবাহিনী নামানো হয়েছে৷ বিখ্যাত নৈনি লেকে নৌকাবিহার বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ শহরের একেবারে কান ঘেঁষা হাইকোর্ট কলোনির কাছে প্রথমে দাবানল জ্বলে ওঠে৷ ধীরে ধীরে তা দ্রুত ছডি়য়ে পড়ছে৷ গত ২৪ ঘণ্টায় ৩১টি নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এ পর্যন্ত প্রায় ৩৩.৩৪ হেক্টর বনভূমি ছাই হয়ে গিয়েছে৷
সূত্রে জানা গিয়েছে, নৈনিতালের জেলা সদর দফতর এলাকা হাইকোর্ট কলোনি পাইন জঙ্গলের কাছে অবস্থিত৷ এই এলাকায় অসংখ্য মানুষ বসবাস করেন৷ ফলে আগুনের শিখা প্রায় তাঁদের ঘরের কাছে দাউদাউ করে জ্বলছে৷ রাস্তাঘাটে গাডি় চলাচলও বিপর্যস্ত হয়ে পডে়ছে শহরে৷ হাইকোর্ট কলোনির কোনও বাডি়র এখনও ক্ষতি না হলেও একেবারে নাকের ডগায় দাবানল জ্বলছে৷ দি পাইনস এরিয়াতেই রয়েছে সেনাবাহিনীর কিছু এলাকা৷ আগুন সেখানেও ছডি়য়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ উত্তরাখণ্ডের বন দফতর জানিয়েছে, কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চলের ৩৩.৩৪ হেক্টর বনভূমি দাবানলের গ্রাসে পডে়ছে৷ জাকোলি এবং রুদ্রপ্রয়াগে জঙ্গলে আগুন ধরানোর জন্য তিনজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ৷ প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গিয়েছে, দাবানলের কারণে নৈনিতাল-ভাওয়ালি সড়ক ধোঁয়ায় ভরে রয়েছে৷ খুব ধীরে ধীরে গাডি় চলাচল করছে৷ পুলিশ অনেক গাডি়কে ঘুরপথে যেতে অনুরোধ করছে৷