• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

২৫ লক্ষের বিমা, মহিলাদের মাসে ৩০০০ টাকা, ইস্তেহার প্রকাশ মহাবিকাশ আঘাদির

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য মহাবিকাশ আঘাদির ইস্তেহার 'মহারাষ্ট্র নামা' প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য মহাবিকাশ আঘাদির ইস্তেহার ‘মহারাষ্ট্র নামা’ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ৫টি গ্যারান্টির কথা ঘোষণা করা হয়েছে ‘মহারাষ্ট্র নামা’। খাড়গে বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে মহারাষ্ট্র দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে বিশেষ নীতি তৈরি করব। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু হবে। কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে।

খাড়গে বলেন, আমরা মহারাষ্ট্রেও জাতভিত্তিক গণনা করব। শিক্ষিত বেকার যুবকদের ৪০০০ টাকা ভাতা দেবে। বিজেপির পরিকল্পনা আমাদের পরিকল্পনা থেকে নকল করে তৈরি করা হয়েছে। সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা হবে। কর্মসংস্থানমুখী নতুন শিল্প নীতি তৈরি করা হবে। আড়াই লক্ষ সরকারি শূন্যপদও পূরণ করা হবে। শীঘ্রই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।

কংগ্রেস সভাপতি বলেন, আমরা সমৃদ্ধ মহারাষ্ট্রের কথা ভেবে মিশন ২০৩০-এর জন্য অনেকগুলি পরিকল্পনা নিয়ে আসছি। আমরা ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করব। আমরা মহিলা উদ্যোক্তাদের জন্য একটি আলাদা শিল্পক্ষেত্র গড়ে তুলব। মহিলাদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আমরা বিনামূল্যে ঔষধ এবং ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করব।

খাড়গে বলেন, মহারাষ্ট্র নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন এমন একটি নির্বাচন, যা দেশের ভবিষ্যৎ বদলে দেবে। আমরা এখানে মহাবিকাশ আঘাদি সরকার গঠন করব, তাহলেই রাজ্যের উন্নতি হবে। কৃষক, মহিলা, যুবক-সহ রাজ্যের প্রতিটি স্তরের জনগণ খুশি হবে। ইস্তেহার প্রকাশ উন্মোচন অনুষ্ঠানে মহাবিকাশ আঘাদির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি) নেত্রী সুপ্রিয়া সুলে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, মহারাষ্ট্রের কংগ্রেস নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রমেশ চেন্নিথালা, প্রদেশ কংগ্রেস প্রধান নানা পাটোলে, শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউ, অরবিন্দ সাওয়ান্ত ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহাবিকাশ আঘাদির প্রতিশ্রুতি

মহালক্ষ্মী প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা

মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা

বিনামূল্যে ওষুধ, ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা

জাতভিত্তিক জনগণনা

কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে

নিয়মিত ঋণ পরিশোধের জন্য ৫০ হাজার টাকার সাহায্য

বেকারদের প্রতি মাসে ৪০০০ টাকার আর্থিক সাহায্য

৫০০ টাকা করে বছরে ৬টি এলপিজি সিলিন্ডার

নারী ও শিশুদের নিরাপত্তার জন্য ‘নির্ভয় মহারাষ্ট্র’ নীতি প্রণয়ন

কিশোরীদের বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সারের টিকা দেওয়া হবে

মাসিকের সময় মহিলা কর্মচারীদের জন্য দুটি ঐচ্ছিক ছুটি

স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়নের জন্য একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করা

মেয়েদের ১৮ বছর বয়সে ১ লক্ষ টাকা দেওয়া হবে

যুব কল্যাণে ‘যুব কমিশন’ প্রতিষ্ঠা

কৃষকদের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব

রাজ্য সরকারের আড়াই লক্ষ পদে নিয়োগ শুরু হবে

গ্রাহকদের বিরোধিতার কথা মাথায় রেখে প্রিপেড বিদ্যুৎ মিটার প্রকল্প পর্যালোচনা করা হবে

সরকারি কর্মচারীদের পুরনো পেনশন স্কিম পুনরায় চালু

শিল্প-বাণিজ্যের জন্য নতুন শিল্পনীতি চালু করা হবে

সিনিয়র শিল্পীদের সাম্মান্নিক বাড়ানো হবে

গ্রাম পঞ্চায়েত সদস্য, সরপঞ্চ ও ডেপুটি সরপঞ্চদের বকেয়া ভাতা দেওয়া হবে