মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। দল ছাড়লেন বর্ষীয়ান নেতা রবি রাজা। দীর্ঘ ৪৪ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি পদত্যাগপত্রও শেয়ার করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, দীর্ঘ ৪৪ বছর কংগ্রেসের সেবা করার পর আমি দল থেকে পদত্যাগ করছি।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়ার কারণেই দল ছেড়েছেন রবি। সিওন কলিওয়াড়া থেকে টিকিট চেয়েছিলেন রাজা। কিন্তু কংগ্রেসের তরফে ওই আসনে গণেশ যাদবকে টিকিট দেওয়া হয়। গণেশ যাদব কংগ্রেসের সক্রিয় কর্মী নন বলে দাবি করেছেন রবি রাজা। অন্যদিকে ধারাভি আসন থেকে বর্ষা গায়কোয়াড়ের বোনকে টিকিট দেওয়া হয়েছে। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রবি।
Advertisement
রবি রাজার অভিযোগ, কংগ্রেসের প্রতি তাঁর ৪৪ বছরের আনুগত্যকে সম্মান করেনি দল। তাঁর দাবি অনুযায়ী তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিটও দেওয়া হয়নি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং মুম্বই বিজেপি সভাপতি আশিস শেলারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন রবি রাজা। দলের যোগ দেওয়া মাত্রই রবিকে বড় পদ দিয়েছে বিজেপি। তাঁকে মুম্বই বিজেপির সহ-সভাপতি করা হয়েছে।
Advertisement
পদত্যাগ পত্রে রবি রাজা লিখেছেন, ১৯৮০ সাল থেকে যুব কংগ্রেসের সদস্য হিসেবে, আমি অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে দলের সেবা করেছি। আমার সেই ৪৪ বছরের সেবাকে দলের তরফে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। তাই আমি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পদত্যাগ পত্র অবিলম্বে গ্রহণ করার জন্য অনুরোধ রইল।
২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্রে এবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ, গণনা ২৩ নভেম্বর। এবারের নির্বাচনে লড়াই দুটি জোটের মধ্যে – মহা বিকাশ অঘাদি (এমভিএ) এবং শাসক মহায়ুতি। এমভিএ-তে আছে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)। মহায়ুতিতে আছে – একনাথ শিন্ডের শিব সেনা, বিজেপি এবং অজির পাওয়ারের এনসিপি।
Advertisement



