পাকিস্তানের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক স্তরে প্রচার অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি। পাকিস্তান যে জঙ্গিবাদকে মদত দিয়ে থাকে, তার প্রমাণ দিতে বিদেশ যাবেন সাংসদরা। সমস্ত দলের সাংসদদের নিয়ে তৈরি হচ্ছে একটি প্রতিনিধিদল।এই প্রতিনিধিদলই সাম্প্রতিক ভারত-পাক সংঘাত এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিদেশের সরকারগুলিকে অবহিত করবে। ভারতের অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে এই আন্তর্জাতিক প্রচার অভিযান। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সূত্র মারফত এই খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিদেশ সফরের ব্যবস্থা করছে। ২২ মে-এর পরে শুরু হবে এই প্রচার অভিযান। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাংসদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে ৫ থেকে ৬ জন সাংসদ থাকবেন। তাঁরা আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি-সহ নানা দেশে সফর করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন এনডিএ সাংসদরা। প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পরই সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। সেখানে জঙ্গিদের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপে কেন্দ্রের পাশে থাকার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন বিরোধীরাও। এরপরই অপারেশন সিঁদুর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা করে ভারত-পাকিস্তান। কিন্তু এই যুদ্ধবিরতির আগেই বিষয়টি ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ফের শুরু হয় নতুন বিতর্ক।
Advertisement
অপারেশন সিঁদুর এবং ট্রাম্পের এহেন মন্তব্য নিয়ে কেন্দ্রের কাছে সর্বদল বৈঠকের দাবি জানায় বিরোধীরা। যদিও কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও ঘোষণা হয়নি। এরই মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে আন্তর্জাতিক প্রচার অভিযানের আয়োজন করতে চলেছে দিল্লি।
Advertisement
প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করে কেন্দ্র। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় পাকিস্তানি নাগরিকদের ভিসা। ভারতের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে কোনও অবস্থাতেই সিন্ধু জলচুক্তি স্থগিত করা হবে না।
Advertisement



