পঞ্চায়েত ভােটার তালিকায় মােদি, ওবামা, লাদেন, ধােনি, ক্যাটরিনা

দেশটার নাম ভারতবর্ষ।১৩৭ কোটি লােকের বাস। বিশাল সম্ভাবনার দেশ। এখানে সব কিছুই সম্ভব।তাই বলে গ্রামের ভােটার তালিকায় মােদি, ওবামা, লাদেন, ধােনি, শচিন, অমিতাভ?

Written by SNS Lucknow | October 16, 2020 1:27 am

মহেন্দ্র সিং ধােনি(Photo: Twitter/@ChennaiIPL) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (File Photo: IANS) ওসামা বিন লাদেন ও আয়মান আল-জওয়াহিরি (Photo: Wikimedia Commons) বারাক ওবামা (File Photo: IANS) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS) ক্যাটরিনা কাইফ (File Photo: IANS)

দেশটার নাম ভারতবর্ষ। এখানে ১৩৭ কোটি লােকের বাস। বিশাল সম্ভাবনার দেশ। এখানে সব কিছুই সম্ভব। তাই বলে গ্রামের ভােটার তালিকায় মােদি, ওবামা, লাদেন, ধােনি, শচিন, অমিতাভ?

পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এমন বিখ্যাত সব নাম পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমত আঁতকে উঠেছেন নির্বাচন কমিশনের অফিসাররা।

ঘটনাটি ঘটেছে যােগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। সিদ্ধার্থনগর জেলার ভাই সহিয়া গ্রামে। উত্তরপ্রদেশের গ্রাম পঞ্চায়েত নির্বাচন আর বেশি দেরি নেই। তার আগে ভােটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই কাজ করতে গিয়ে চক্ষু চড়ক গাছ নির্বাচনী আধিকারিকদের।

গ্রামের ভোটার তালিকায় কে নেই! তালিকায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ৯-১১ হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন।

এমনকী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নাকি ভাই সহিয়া গ্রামের ভোটার।  তালিকা অনুযায়ী লাদেনের বাবার নাম হিসাবে রয়েছে নরেন্দ্র মােদির নাম।

এখানেই শেষ নয়। গ্রামের ভােটার তালিকায় রয়েছেন ক্রিকেটার ও বলিউডের সেলেবরাও। তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধােনি, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি ও বীরেন্দ্র সেহবাগের। সেলিব্রিটি ভোটারদের মধ্যে রয়েছেন ক্যাটরিনা কাইফ, সােনম কাপুর, হেমা মালিনীরাও।