• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মাস্কবিহীন মানুষের ভিড় দেখে শঙ্কিত মােদি

মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী।সেখানে তিনি বিভিন্ন রাজ্যে ভিড়,জনবহুল এলাকায় মানুষের মুখে মাস্ক না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo:SNS)

মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বুধবার। বৃহস্পতিবার তিনি মন্ত্রীগােষ্ঠীর বৈঠক করেন। সেখানে তিনি বিভিন্ন রাজ্যে ভিড়, জনবহুল এলাকায় মানুষের মুখে মাস্ক না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সেই বৈঠকে মােদি বলেন, বিভিন্ন স্থানে জনতার ভিড়ের দৃশ্য উদ্বেগজনক। এখনও অনেকে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। ভুল করার কোনও জায়গা নেই। মহারাষ্ট্র এবং কেরলে ক্রমবর্ধমান সংক্রমণ উদ্বেগের মাস দুয়েক আগে বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভােটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, অমিত শাহরা ঘুরে গিয়েছেন।

Advertisement

অসম এবং বাংলার জনসভায় উপচে পড়া ভিড় দেখে প্রধানমন্ত্রী খুশি হয়েছিলেন। কিন্তু এখন সেই ভিড়ই প্রধানমন্ত্রীর উদ্বেগ বাড়াচ্ছে।

Advertisement

Advertisement