কলকাতায় আরজিকরের ঘটনার জেরে দেশ যখন তোলপাড়, সেই আবহে উত্তরাখণ্ডে আরও একটি নির্ভয়া কাণ্ড ঘটে গেল। বাসের মধ্যেই ধর্ষকদের লালসার শিকার হল এক নাবালিকা। গত সোমবার মধ্যরাতে বাসটি দিল্লির আইএসবিটি (আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড) থেকে দেরাদুনে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে ওই নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেসময় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাকে উত্তরাখণ্ডের একটি শিশু কল্যাণ কেন্দ্রে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বাসের চালক ও কন্ডাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরের রাজ্যগুলিতে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরাখন্ড পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তরাখণ্ডে এক মহিলা নার্সকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তিনি গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। ঐদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। তিনি নৈনিতালের একটি বেসরকারি বাসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজস্থানের যোধপুর থেকে এক শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।