• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছট পূজার জন্য দিল্লির প্রতি জেলায় মডেল ঘাট নির্মাণের ঘোষণা মন্ত্রীর

‘আমরা আমাদের পক্ষ থেকে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আগে যমুনা ঘাটে ছট উদযাপন করা হতো না; এবার সেখানে প্রায় ২০টি ছট ঘাট তৈরি করা হচ্ছে।’

ছবি: এএনআই

দিল্লির মন্ত্রী পারভেশ বর্মা জানিয়েছেন, পুরো দিল্লি জুড়ে ছট পূজার জন্য একটি অভূতপূর্ব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘প্রতিটি জেলায় মডেল ঘাট নির্মাণ করা হচ্ছে। এই এলাকা সর্ববৃহৎ ঘাট হিসেবে তৈরি করা হচ্ছে। আমরা প্রতি বছর এর মাহাত্ম্য আরও বাড়ানোর কাজ করব। এটি অত্যন্ত আনন্দের খবর যে, এবার প্রধানমন্ত্রী মোদীও দিল্লিতে আমাদের সঙ্গে ছট পূজা উদযাপন করবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আগে যমুনা ঘাটে ছট উদযাপন করা হতো না; এবার সেখানে প্রায় ২০টি ছট ঘাট তৈরি করা হচ্ছে।’

Advertisement

পারভেশ বর্মা জানান, প্রতিটি ঘাটে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি এবং জনসমাগম নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দিল্লিতে ছট পূজাকে আরও নিরাপদ করবে এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য এই উৎসবকে আনন্দময় ও স্মরণীয় করে তোলা হবে।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, নতুনভাবে নির্মিত মডেল ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, নিরাপদ পুণ্যস্নান ব্যবস্থা এবং জরুরি পরিষেবা থাকবে, যাতে উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হয়।

Advertisement

Advertisement