মেরুদন্ড সারাতে সোজা দুবাই

Written by SNS March 5, 2024 5:04 pm

কলকাতা: মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী৷ সেই কারণে দুবাইতে চিকিৎসা করালেন৷ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সে খবর নিজেই জানিয়েছেন৷ এক প্রতিবেদন অনুযায়ী, দুবাই গিয়ে ওই চিকিৎসা করিয়েছেন মিমি চক্রবর্তী৷ তার ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে, চিকিৎসার জন্য রোগী হিসাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করেছেন মিমি৷ আর সেটা ছিল ‘কাইরোপ্র্যাকটিক’ চিকিৎসার রেজিস্ট্রেশন ফর্ম৷ ছবি পোস্ট করে মিমি ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘Intence Cairopractic’৷

জানা যায়, ‘কাইরোপ্রাকটিক এডজাষ্টমেন্ট থেরাপি’ খুব অল্প সময়ে রোগ নিরাময় করতে সাহায্য করে৷ জানা যায়, স্নায়ুতন্ত্রের ব্যাধি এবং পেশীর স্কেলিটাল সিস্টেমের অস্ত্রোপচার বিহীন একটা চিকিৎসা পদ্ধতি হল কাইরোপ্রাকটিক৷ বিজ্ঞান জানাচ্ছে, এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়৷ গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপশম ঘটায় এই পদ্ধতি৷ দরকার হয় না কোনো অস্ত্রোপচারের৷ তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে হতে হয় সাবধান৷ একটু ভুলেই গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে দেহ৷ ভেঙেও যেতে পারে হাড়৷ চতুর্দিকে কাজের পাহাড়, সেই কারণেই একটু ‘আরাম’ পেতে দুবাইয়ে গিয়েছিলেন মিমি?

তবে দুবাই থেকে ফিরে এসেছেন মিমি৷ ফিরে এসেছেন নিজের জায়গায়, কাছের মানুষদের কাছে৷ কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি৷ আপাতত তিনি মন দিয়েছেন তার ফিল্মি কেরিয়ারে৷ প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাকে৷ চলছে সেই ছবির শুটিং৷