কেরলে ‘মেট্রো ম্যান’ শ্রীধরণ হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

কেরলের রাজ্য বিজেপি সভাপতি জানিয়ে দেন ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণই হবেন বিধানসভা ভােটে প্রচারের মুখ। তিনিই এবারের ভােটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

Written by SNS New Delhi | March 5, 2021 3:55 pm

‘মেট্রো ম্যান’ শ্রীধরণ (Photo: IANS)

কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা ঘােষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। এদিন কেরলে বিজেপি-এর ‘বিজয় যাত্রা’র কর্মসূচির মঞ্চ থেকেই কেরলের রাজ্য বিজেপি সভাপতি জানিয়ে দেন ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণই হবেন বিধানসভা ভােটে প্রচারের মুখ। তিনিই এবারের ভােটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। শীঘ্রই বাকি প্রার্থীদের নামও ঘােষণা করা হবে বলে জানিয়েছেন কে সুরেন্দ্ররণ। আর এই ঘােষণার মধ্যে দিয়েই সমস্ত জল্পনার অবসান ঘটল।

উল্লেখ্য, পদ্ম শিবিরে যােগদানের সময়ই সংবাদমাধ্যমকে মেট্রো ম্যান জানিয়েছিলেন চাইলে মুখ্যমন্ত্রী হতেও কোনও আপত্তি নই। মেট্রোম্যান বলে খ্যাত ৮৮ বছরের এই কিংবদন্তী ইঞ্জিনিয়ার ২৬ ফেব্রুয়ারিই যােগ দেন গেরুয়া শিবিরে। তিনি বলেন, ‘যদি দল চায় সে ক্ষেত্রে আসন্ন নির্বাচনে লড়াই করতে আমি রাজি।’

প্রসঙ্গত, ত্রিপুরার মত কেরলেও বাম দুর্গ ভাঙতে মরিয়া গেরুয়া শিবির। বামেদের টেক্কা দিতে শ্রীধরণের মতাে একজন অভিজ্ঞ, জনপ্রিয় মুখ খুঁজছিল বিজেপি। মেট্রো ম্যানের নাম আসন্ন নির্বাচনে ঘােষণা হতেই দক্ষিণাত্যের এই রাজ্যে গেরুয়া শিবিরে খুশির হাওয়া। পাশাপাশি মেট্রো ম্যানও জানিয়ে দিয়েছেন ‘এলডিএফ এবং ইউডিএফ দু’টি দল ব্যক্তিগত পছন্দ নিয়ে রাজনীতি করছে। সাধারণ মানুষের স্বার্থ সেখানে উপেক্ষিত। এই পরিস্থিতি বদলাতে পারে বিজেপি।’