• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

নিলামে উঠছে মেহুল চোকসীর সম্পত্তি

তাঁর প্রায় ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তোলার অনুমতি দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত

নিলামে উঠছে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীর সম্পত্তি। তাঁর প্রায় ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তোলার অনুমতি দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। মেহুলের ১৩টি সম্পত্তি নিলামে তোলা হবে। এর তালিকায় রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট, বহুমূল্য রত্ন।   

 
মুম্বইয়ের বিশেষ আদালত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসী এবং তাঁর ভাগ্নে নীরব মোদীর সঙ্গে যুক্ত গীতাঞ্জলি জেমস্-এর জন্য নিযুক্ত লিকুইডেটরকে তাঁর যে সম্পত্তিগুলি নিলামের অনুমতি দিয়েছে তার মধ্যে রয়েছে মুম্বইয়ের শহরতলি বোরিভলি এলাকার ৪টি ফ্ল্যাট। এছাড়াও বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারত ডায়মন্ড বোর্স এলাকার একটি বাণিজ্যিক ভবনও নিলাম উঠবে বলে জানা গিয়েছে।
এছাড়াও গুরুগাঁওয়ে ৬টি কারখানা, রুপোর বাট, রত্ন, এবং যন্ত্রপাতি নিলামে উঠবে। এই নিলাম প্রসঙ্গে মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এভি গুজরাতি জানান, ‘যদি এই সমস্ত সম্পত্তি দিনের পর দিন পড়ে থাকে তবে এসবের মূল্য ক্রমশ কমবে। ফলে এসব সম্পত্তি অবিলম্বে নিলামে তোলা দরকার।‘ তিনি আরও বলেন, এই সম্পত্তিগুলি নিলামে বিক্রি করে সেই টাকা স্থায়ী আমানতে রাখা যেতে পারে।
সম্প্রতি বেলজিয়ামের একটি আদালত চেকসীর ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, চোকসী বেলজিয়ামের নাগরিক নন, তিনি একজন বিদেশী। আদালত আরও জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলিও গুরুতর।   পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চোকসীর বিরুদ্ধে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ করার পরই ২০১৮ সালে সস্ত্রীক দেশ ছেড়ে চলে যান চোকসী। গত ৭ বছর ধরে তিনি বিদেশে রয়েছেন। ২০২৪-এ সিবিআই জানতে পারে চেকসী বেলজিয়ামে গা ঢাকা দিয়ে রয়েছেন। তখনই বেলজিয়াম সরকারের কাছে প্রত্যর্পণের আর্জি জানানো হয়। সেখানকার আদালতের নির্দেশে গত এপ্রিল মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

Advertisement