• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এবারের অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা কাশ্মীরিদের জন্য সমস্যা তৈরি করছে,নয়া বিতর্কে মেহবুবা মুফতি

জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা,এই যাত্রা শেষ হবে ১৫ আগস্ট

মেহবুবা মুফতি(Photo: IANS)

অমরনাথ যাত্রা নিয়ে মন্তব্য করে এদিন নতুন বিতর্কে জড়িয়েছেন মেহবুবা মুফতি।

২০১৯ সালের অমরনাথ যাত্রা নিয়ে বক্তব্য রাখতে মেহবুবা মুফতি বলেন ,এ বছরের অমরনাথ যাত্রা সমস্যা তৈরি করছে কাশ্মীরিদের জন্য।

Advertisement

তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।রবিবার সাংবাদিকদের মুখােমুখি হয়ে মেহবুবা বলেন,অমরনাথ যাত্রার কাশ্মীরিদের নিত্যদিনের জীবনে সমস্যা তৈরি হচ্ছে।আর পরিস্থিতি যাতে ঠিক থাকে , তার জন্য রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করেন।

Advertisement

প্রসংগত জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা,এই যাত্রা শেষ হবে ১৫ আগস্ট, যেদিন শ্রাবণ মাসের পূর্ণিমা পড়ছে।এবারে দেড় লক্ষ মানুষ এই তীর্থপথে যাতায়াত করছেন।অমরনাথ যাত্রা ঘিরে গােটা এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। মােতায়েন করা হয়েছে বাড়তি সিআরপিএফ জওয়ানদের।অমরনাথ যাত্রা ঘিরে থাকছে চিপ-নির্ভর গাড়ি।সব মিলিয়ে বেশ কড়া আয়ােজনের মধ্যে দিয়েই চলছে এই তীর্থযাত্রা।

Advertisement