• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে চাঙ্গা করবে মেঘালয় নির্বাচনের ফল

শিলং- মেঘালয় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সে রাজ্যে ভোটের উত্তেজনের পারদ। মেঘালয় ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক ছোট হলেও ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন সব রাজ্যের নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে এখন কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা হাতে গোনা। যার মধ্যে মেঘালয় অন্যতম। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিযে অন্যদের দুমড়ে দিয়ে ফের

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে চাঙ্গা করবে মেঘালয় নির্বাচনের ফল

শিলং- মেঘালয় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সে রাজ্যে ভোটের উত্তেজনের পারদ। মেঘালয় ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক ছোট হলেও ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন সব রাজ্যের নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশে এখন কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা হাতে গোনা। যার মধ্যে মেঘালয় অন্যতম। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিযে অন্যদের দুমড়ে দিয়ে ফের ক্ষমতায় আসবে এমনটা নিশ্চয়তা নেই।

Advertisement

গত বছর গুজরাট নির্বাচনের ফলাফলে সেটা স্পষ্ট। বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরলেও গুজরাটের মত মজবুত গড়েও গেরুয়া শিবিরে টেক্কা দিয়েছিল কংগ্রেস। মেঘালয়তে অন্তত নিজেদের শিবির ছাড়তে নারাজ কংগ্রেস।

Advertisement

আসন্ন মেঘালয় বিধানসভা নির্বাচনের ফল ২০১৯ লোকসভা নির্বাচনেও ভালোমতই প্রভাব ফেলবে বলে মনে করছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চন্ডী। তাঁর মতে ‘দেশে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এখনও দেশবাসীর কাছে সমস্ত রকম প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ বিজেপি। সরকারের কাজে মোটেও খুশি নয় জনতা’।

দেশে মুদ্রাস্ফীতি ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বিজেপি সরকার একেবারেই ব্যর্থ বলে মনে করেন তিনি। উমেন চন্ডী জানান, ‘ইউপিএ জমানায় বিজেপি প্রশ্ন ছুঁড়েছিল জিনিসপত্রের দাম বাড়াকে নিয়েই। কিন্তু গত চার বছরে দেখা গেছে, দেশের সাধারণ মানুষ ও কৃষকরা কত সমস্যায় ভুগছেন। সাধারণ মানুষেরা কোনও রকম সুবিধা না পেলেও একদল ব্যবসায়ীই বিজেপি জমানায় ফুলে-ফেঁপে উঠেছেন’।

Advertisement