• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

ভারত–বাংলাদেশ সীমান্তে নতুন প্রজন্মের সুরক্ষাবলয়

শিলিগুড়ি করিডরে সর্বোচ্চ সতর্কতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও মজবুত করতে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা কার্যকর করল ভারত। ভারত–বাংলাদেশ সীমান্ত জুড়ে নতুন প্রজন্মের ফেন্সিং, নজরদারি প্রযুক্তি এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত অদৃশ্য দুর্গে পরিণত হচ্ছে এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সীমান্তে।

জানা গিয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তের প্রায় ৭৫ শতাংশ এলাকায় ইতিমধ্যেই নতুন ডিজাইনের ফেন্স বসানো হয়েছে। প্রায় ১২ ফুট উঁচু এই আধুনিক প্রাচীর অ্যান্টি-কাটার ও অ্যান্টি-ক্লাইম্ব প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ এই পাঁচিল কাটা বা টপকে যাওয়া কার্যত অসম্ভব। এই প্রাচীরের সঙ্গে যুক্ত রয়েছে শক্তিশালী হাই-রেজোলিউশন নজরদারি ক্যামেরা ও উন্নত এরিয়া ডমিনেশন সিস্টেম। ফলে সীমান্ত এলাকায় একটা গাছের পাতা ঝড়ে পড়লেও তা রিয়েল-টাইমে বিএসএফের নজরে আসবে বলে দাবি নিরাপত্তা সূত্রের।

Advertisement

দেশের মোট ৪,০৯৬ কিলোমিটার ভারত–বাংলাদেশ সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং নিরাপত্তাজনিত ঝুঁকি রুখতেই এই আধুনিকীকরণ। পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

Advertisement

শুধু মাটিতে নয়, আকাশপথেও নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়েছে। প্রায় ৮,১৬০ কোটি টাকা ব্যয়ে দুটি অতিরিক্ত ‘আকাশ অ্যাডভান্সড মিসাইল সিস্টেম’ এবং ‘ভৈরব’ ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। পাশাপাশি আত্মরক্ষার ঢাল হিসেবে শিলিগুড়ি করিডরকে ঘিরে প্রস্তুত রাখা হয়েছে রাশিয়া থেকে কেনা ‘এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম’। সব মিলিয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত চিকেনস নেককে ঘিরে নজিরবিহীন সুরক্ষা বলয় গড়ে তুলছে ভারত।

Advertisement