মাস্কেই জানুন দূষণের ঠিকানা

Written by SNS June 7, 2024 5:29 pm

ভারতে প্রতি ১০ লাখে করোনা আক্রান্ত ৩৩ জন, অন্যান্য দেশের থেকে অনেকটাই কম জানাল আইসিএমআর। (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

আধুনিক যুগে মোবাইল ও ল্যাপটপ থেকে আমরা অনেক সুফল পাচ্ছি৷ সব কিছুতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে৷ আর  বর্তমানে রাজধানীতে বেড়েছে দূষণ৷ দূষণ থেকে বাঁচতে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করেন অনেকে৷ তবে সব মাস্ক কিন্ত্ত স্বাস্থ্যসম্মত হয় না৷
দূষণ থেকে বাঁচার একটাই উপায় হলো মাস্ক৷ তবে সাধারণ কাপডে়র মাস্ক থেকে নিজের শরীরকে বাঁচানো সম্ভব নয়৷ তাই এবার বাজারে আসতে চলেছে নেক্সট জেনারেশন এয়ার পলিউশন মাস্ক৷
মাস্কটি তৈরি করেছে নেদারল্যান্ডসের কোম্পানি এয়ারব্লিস৷ কোম্পানির দাবি– মাস্কটি ধূলিকণা থেকে তো বাঁচাবেই; সেই সঙ্গে কোথায় দূষণের পরিমাণ কত সেটিও বলে দেবে৷
সব জায়গায় দূষণের পরিমাণ এক রকম হয় না৷ তাই যে জায়গাগুলোতে দূষণের পরিমাণ কম থাকবে, সেই জায়গাগুলো বাছাই করে এই মাস্কটি আপনার জন্য একটি ম্যাপও তৈরি করে দেবে৷ সেই ম্যাপটি ধরে আপনি জগিং কিংবা সাইক্লিং করতে পারবেন৷
মাস্কটি সম্পর্কে আরও অনেক তথ্য জানা গেছে৷ আসুন জেনে নিই এই মাস্ক থেকে আরও যেসব সুফল পাওয়া যাবে-
১.  মাস্কটিতে থাকা উন্নতমানের ফ্যান সিস্টেমের জন্য সুক্ষ্ম ধূলিকণাগুলো ফিল্টার হয়ে যাবে৷
২. ওয়াটারপ্রুফ এই মাস্ককে থাকবে একটি ইউএসবি৷ তাই আপনি মাস্কটি চার্জ দিতে পারেন৷
৩. মাস্কটিতে থাকা এলইডি লাইটস, যেটি দূষণের মাত্রা কমলে বা বাড়লে আপনাকে অ্যালার্ট করবে৷
৪. একটি মাস্ক কিনলে দুবছরের জন্য নিশ্চিন্ত৷
শিগগিরই এয়ারব্লিস কোম্পানি এ মাস্কটি এশিয়ার বেজিং ও দিল্লি, মধ্যপ্রাচ্যের কিছু দেশে এবং ক্যালিফোর্নিয়ার বাজারে আনবে৷