করােনা বিধি এড়াতে মাঝ আকাশেই বিয়ে 

করােনা বিধি এড়াতে মাঝ আকাশে বিমানের মধ্যে বিয়ে সারলেন এক যুগল। আর বিয়ের সেই ভিডিও নেট দুনিয়াতে প্রকাশ হতেই ভাইরাল।

Written by SNS Madurai | May 26, 2021 1:15 am

প্রতীকী ছবি (Photo: iStock)

করােনা বিধি এড়াতে মাঝ আকাশে বিমানের মধ্যে বিয়ে সারলেন এক যুগল। আর বিয়ের সেই ভিডিও নেট দুনিয়াতে প্রকাশ হতেই ভাইরাল। একে তাে লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান। করােনাবিধি অনুসারে সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন মাত্র ৫০ জন অতিথি।

তাই করােনাবিধি এড়াতে ১৬১ জন অতিথিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন মাদুরাইয়ের ওই যুগল। অবশ্য অনেকেই মনে করছেন, করােনাবিধি তারা অমান্য করেননি। কারণ এই করােনা সংক্রান্ত নিয়ন্ত্রণ দেশের মাটিতে। তাই বিয়ের জন্য একটা গােটা বিমান ভাড়া নেওয়া হয়েছিল। 

নেট দুনিয়ায় প্রকাশিত ওই বিয়ের ভিডিওর সূত্র ধরে মাদুরাইয়ের ওই যুগলের বিয়ে সংক্রান্ত কিছু তথ্যও সামনে এসেছে। জানা গিয়েছে, তাদের নাম রাকেশ এবং দক্ষিণা। বিয়ের জন্য মাদুরাই থেকে বেঙ্গালুরুগামী বেসরকারি সংস্থার একটি বিমান ভাড়া নিয়েছিলেন তারা ২ ঘণ্টার জন্য।

বিমানটি যখন আকাশে মাদুরাইয়ের মীনাক্ষি মন্দিরের ঠিক উপরে। তখনই পাত্রী দক্ষিণাকে মঙ্গলসূত্র পরান রাকেশ। ওই ভিডিওতেই দেখা যাচ্ছিল এই সময় তাদের আত্মীয়রা তাদের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন এবং তাদের ঘিরে আনন্দ করছেন।