• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশের চর সন্দেহে বিজেপি কর্মীকে খুন, উদ্ধার চিঠি

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করা হয়। মৃত বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম।

ফাইল ছবি

ফের মাওবাদীদের দাপটে ত্রস্ত ছত্তিশগড়। বিজাপুর এলাকায় মাওবাদীদের হাতে খুন এক বিজেপি কর্মী। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করা হয়। মৃত বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। ওই বিজেপি কর্মীকে হত্যা করার পর, মৃতদেহের পাশে একটি লিফলেটও রেখে যায় হত্যাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।

মাওবাদীদের হাতে লেখা একটি লিফলেটের সূত্র ধরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। লিফলেট থেকে জানা যায়, ‘পুলিশের চরবৃত্তি’ করছিলেন সত্যম, বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মাওবাদীদের মাডেড এরিয়া কমিটির তরফে ওই লিফলেটটি প্রকাশিত হয়। পুলিশের চর সন্দেহে খুন হন সত্যেম পুনেম।

Advertisement

আর এই নৃশংস ঘটনার পরেই কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন বিজাপুরের ইলমিডি এলাকার বাসিন্দারা। দিনের পর দিন মাওবাদী আতঙ্ক বাড়ছে জেলাজুড়ে। চলতি বছরেই বস্তার অঞ্চলের সাতটি জেলায় মাওবাদী হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত দু’বছরে একাধিক বিজেপি নেতা-কর্মীদের হত্যার অভিযোগ রয়েছে নকশালপন্থীদের বিরুদ্ধে।

Advertisement

অভিযোগ এই প্রথম নয়, বারংবার চরবৃত্তির সন্দেহে এই হত্যার ঘটনা ঘটছে জেলাজুড়ে। এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিজাপুরের বিজেপির প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক বীরজু তরাম। বিজেপির তরফে পুলিশের কাছে এই বিষয়ে নিরাপত্তার দাবি করা হলেও সদুত্তর মেলেনি বলেই জানান তাঁরা।

Advertisement