• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের বাবা হলেন মনােজ তিওয়ারি 

ফের বাবা বিজেপির অভিনেতা সাংসদ মনােজ তিওয়ারি। নিজের টুইটার হ্যান্ডেলে সেই খুশির খবর নিজেই জানিয়েছেন।

মনোজ তিওয়ারি (File Photo: Facebook/@manojtiwariofficial)

ফের বাবা বিজেপির অভিনেতা সাংসদ মনােজ তিওয়ারি । নিজের টুইটার হ্যান্ডেলে সেই খুশির খবর নিজেই জানিয়েছেন। উল্লেখ্য বিগ বসের প্রাক্তন প্রতিযােগী ৩০ ডিসেম্বর দ্বিতীয়বার বাবা হয়েছেন।

বাবা হওয়ার পরই সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করেন ভােজপুরী এই অভিনেতা। মনােজ তিওয়ারি’র আরও এক সন্তান রয়েছে। প্রথম পক্ষের পর এবার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তানের জন্ম দিয়ে উচ্ছসিত দিল্লির প্রাক্তন বিজেপি সভাপতি। 

Advertisement

মনােজ তিওয়ারি’র দ্বিতীয়বার বাবা হওয়ার খবরে খুশি তার ভক্তরাও। প্রত্যেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সােশাল মিডিয়ায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সব সময় সােজাসাপ্টা আক্রমণ করে থাকেন মনােজ তিওয়ারি। যা নিয়ে প্রায়ই রাজধানীর রাজনৈতিক উত্তাপ উর্ধমুখী হয়ে পড়ে।

Advertisement

এদিকে রাজনীতিতে যােগ দেওয়ার পর থেকে ক্রমশ কমতে শুরু করেছে মনােজ তিওয়ারির সঙ্গে রুপােলি পর্দার যােগ। ২০১৪ সালে শেষ মুক্তি পায় মনােজ তিওয়ারির ছবি। এর আগে ২০১০ সালে বিগ বস ৪-এর প্রতিযােগী হিসাবে দেখা গিয়েছিল মনােজ তিওয়ারিকে।

Advertisement