মানুষ যদি সংবিধান মেনে চলেন তবে মণিপুরের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা সম্ভব। কঠিন সময়ে কাজ করার দিক নির্দেশও করে সংবিধান। রবিবার একথা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিং। তিনি বলেন, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধি দল শনিবার চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর জেলা সফরের সময় মানুষের মধ্যে অনেক আশার আলো দেখেছে। মণিপুর হাইকোর্ট প্রতিষ্ঠার ১২ তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সিং বলেন, ‘সৌভাগ্যক্রমে আমাদের সংবিধান রয়েছে যা আমাদের দেশে কাজ করার জন্য দিকনির্দেশ করে।’