• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

গরু চোর সন্দেহে অসমে নগ্ন করে পিটিয়ে খুন 

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযােগ উঠল অসমের তিনসুকিয়া জেলায়। মৃতের নাম শরৎ মােরান। অসমের কোরজোঙ্গা জেলায় শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। 

প্রতীকী ছবি (File Photo: iStock)

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযােগ উঠল অসমের তিনসুকিয়া জেলায়। মৃতের নাম শরৎ মােরান। অসমের কোরজোঙ্গা জেলায় শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। 

ওইদিন রাতে কোরজোঙ্গা গ্রামে এক বন্ধুর বাড়িতে রাত কাটানাের জন্য শরৎ গিয়েছিল। যদিও শরতের বাড়ি পাশের গ্রাম কোরদোইয়ে। সেই সময়ে কিছু দুষ্কৃতি হামলা চালায়। প্রথমে ওখানে একটি সালিশি সভার আয়ােজন হয়। সেখানে শরৎকে নগ্ন করা হয়। 

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে ডুমডুমাতে এক হাসপাতালে ভর্তি করে। সেখানেই শরতের মৃত্যু হয়। 

Advertisement

তিনসুকিয়ার পুলিশ সুপার দেবজিত দেউরি জানিয়েছেন, এই ঘটনায় বারােজনকে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

মৃতের বিরুদ্ধে অতীতেও গরু চোরের অভিযােগ উঠেছিল এবং তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু শনিবারের ঘটনায় সে আদৌ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে নওগাঁওতে গবাদি পশুর চুরির অভিযােগে দু’জনকে পিটিয়ে খুন করা হয়েছিল। গত বছরে তিন বাংলাদেশিকে করিমগঞ্জে পিটিয়ে মারা হয় বলে অভিযােগ রয়েছে।

Advertisement