• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোদিকে বাংলার আম পাঠালেন মমতা

হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি এবং লক্ষ্মণভোগ–এই চার রকমের আম সুদৃশ্য প্যাকেটবন্দি হয়ে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে।

রাজনৈতিক যুদ্ধ হলেও ব্যক্তিগত সৌজন্য দেখাতে কখনও কার্পণ্য করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিবছরই কোনও না কোনও উপলক্ষে উপহার পাঠিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

এর আগেও প্রধানমন্ত্রীকে পাঞ্জাবি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গ্রীষ্মে মোদিকে পাঠানো হল বাংলার আম।

Advertisement

হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি এবং লক্ষ্মণভোগ–এই চার রকমের আম সুদৃশ্য প্যাকেটবন্দি হয়ে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে।

Advertisement

অবশ্য শুধু প্রধানমন্ত্রীকেই নয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং মোদি মন্ত্রিসভার ১৮ জনের কাছেও আম পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত দুবছর করোনা আবহে দিল্লিতে আম মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ফের দিল্লিতে শুরু হল আম মেলা। যার পোশাকি নাম বেঙ্গল ম্যাঙ্গো মেলা। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

হিমসাগর, ল্যাংড়া ছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌল্লার প্রিয় কোহিতুর আমও এসেছে এই মেলায়। এই মেলায় বিক্রি হওয়া কোহিতুর প্রজাতির এক কেজি আমের দাম বারশো টাকা।

কখনও কখনও এক একটা আম চারশো থেকে পাঁচশো টাকাতেও বিক্রি হয়। আসলে দিল্লিতে আম এমনিতেই মহার্ঘ্য। তাছাড়া সব জায়গায় আম বিক্রিও হয় না।

তাই মূলত বাংলার আমই রাজত্ব করে থাকে দিল্লির এই আম মেলায়। দু’বছর পরে এই আম মেলা ফিরে পেয়ে খুশি আমজনতা।

Advertisement