• facebook
  • twitter
Friday, 6 December, 2024

মুম্বইয়ে উদ্ধবের বাডি়তে মমতা, বললেন, ‘বাংলায় তো কংগ্রেস, সিপিএমের সঙ্গে কোনও জোট নেই

মুম্বই, ১২ জুলাই– মোদি সরকারের বিরুদ্ধে তিনি বরাবরই রনংদেহী৷ দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সময়েই দেখা গিয়েছে সবার আগে৷ তা সে ইন্ডিয়া জোট হোক বা কেজরির পাশে দাঁড়ানো৷ মোদির ৩.০ সরকার সৃষ্টির আগেই এই সরকারের খুব বেশি দিন স্থায়ী না হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর

মুম্বই, ১২ জুলাই– মোদি সরকারের বিরুদ্ধে তিনি বরাবরই রনংদেহী৷ দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সময়েই দেখা গিয়েছে সবার আগে৷ তা সে ইন্ডিয়া জোট হোক বা কেজরির পাশে দাঁড়ানো৷ মোদির ৩.০ সরকার সৃষ্টির আগেই এই সরকারের খুব বেশি দিন স্থায়ী না হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর শুক্রবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরে অর্থাৎ বিরোধী এক জোট শরিককে পাশে নিয়ে ফের সেকথাই বললেন তিনি৷ তাঁর সাফ বক্তব্য, বিরোধী জোট খুবই শক্তিশালী এই মুহূর্তে৷ সরকারকে পদে পদে চাপে ফেলতে প্রস্তুত বিরোধীরা৷

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে মুম্বইয়ের মাতোশ্রীতে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও দু’পক্ষরই দাবি, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎকার৷

পরে মমতা-উদ্ধব সাংবাদিক বৈঠকও করেন৷ সেখানে ফের বাংলার কংগ্রেসের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার কথায়, ‘লোকসভা ভোটে বাংলায় ইন্ডিয়ার কোনও জোট হয়নি৷ ওখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে কাজ করে৷” এই সাংবাদিক বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলবন্দি করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন বিকেলে মাতশ্রীতে দুজনের মধ্যে আলোচনার পর সাংবাদিক বৈঠকে তাদের পাশে থাকতে দেখা যায় উদ্ধবের ছেলে আদিত্যকেও৷ সেখানে একাধিক বিষয় কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ উদ্ধব ঠাকরে এই সাক্ষাৎকে বার বার একেবারেই পারিবারিক, সৌজন্য বললে রাজনীতির কোন কথা না বললেও তৃণমূল নেত্রী ন্যায় সংহিতা আইন লাগু নিয়ে কেন্দ্রকে একপ্রস্ত আক্রমণ করেছেন৷ পাশাপাশি কেন্দ্রের স্থায়িত্ব নিয়ে তাঁর প্রশ্ন, কীভাবে টিকবে সরকার? বিরোধী জোটের শক্তি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোটে কংগ্রেসের অংশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলায় তো কংগ্রেস, সিপিএমের সঙ্গে কোনও জোট নেই৷ আমরা তো সিপিএমকে হারিয়েই ক্ষমতায় এসেছি৷ তাই ওদের হাত ধরে চলব না৷ তবে দিল্লিতে কংগ্রেস-সহ সকলে আমরা একসঙ্গে আছি৷’

পর্যবেক্ষকদের মতে, বড় শরিক কংগ্রেসকে চাপে রাখতেই বাংলায় কংগ্রেস-বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ এদিন ফের সামনে এনেছেন মমতা৷ সঙ্গে আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ ১২ অগস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন৷ জনবিরোধী নীতি নিয়ে কীভাবে মোদি সরকারের ওপর চাপ তৈরি করা যায়, বৈঠকে তার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে খবর৷

আম্বানিপুত্র অনন্তের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে দুদিনের সফরে মুম্বই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এই এক সফরে তিনি একাধিক কর্মসূচি রেখেছেন৷ তারই একটা বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক৷ এরপর ইন্ডিয়া জোটের শরিক নেতা শরদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেত্রী৷ সন্ধেয় যোগ দেবেন মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে৷