আজ মোদির বৈঠকে নেই মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে ডেকেও তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না।এ ধরনের বৈঠকে থাকা অর্থহীন।তিনি না বললেও রাজনৈতিক মহলের একাংশ এমনটাই মনে করছে।

Written by SNS Delhi | December 24, 2021 11:34 am

তাকে বৈঠকে ডেকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। এ ধরনের বৈঠকে থাকা অর্থহীন। তিনি না বললেও রাজনৈতিক মহলের একাংশ এমনটাই মনে করছে।

সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে আজ থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও কেন্দ্রের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ফের একবার সেই অভিযোগ তুললেন মমতা। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে এদিন নবান্নে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকেই মমতা জানান, গতকাল স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন নিয়ে প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছিলেন, সেখানে তাকে বলতে দেওয়া হয়নি।

তাঁর কথায়, দু’ঘণ্টা অপেক্ষা করার পরেও আমাকে বলতে দেয়নি। সে যাই হোক। ওরা এর আগেও এরকম করেছে । মুখ্যমন্ত্রীর এও অভিযোগ, অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেলেও তাঁকে তা দেওয়া হয়নি।